হোম > বিনোদন > হলিউড

ডি নিরোর সন্তানের ছবি প্রকাশ, জানালেন মায়েরও পরিচয়

সম্প্রতি ৭৯ বছর বয়সে সপ্তমবারের মতো বাবা হওয়ার খবর দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। তবে তখন সন্তানের মায়ের ব্যাপারে কিছুই জানাননি তিনি। এবার সন্তানের ছবি ও সন্তানের মায়ের ব্যাপারে জানিয়েছেন কিংবদন্তি এ অভিনেতা।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো সিবিএস মর্নিংয়ে সদ্যোজাত কন্যার ছবি এবং নাম প্রকাশ করেছেন রবার্ট ডি নিরো। জানিয়েছেন, মেয়ের নাম জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো। প্রেমিকা টিফানি চেনের নামের অংশ রাখা হয়েছে মেয়ের নামে। জিয়ার জন্ম হয়েছে গত ৬ এপ্রিল।

টেলিভিশন শোটির টুইটার অ্যাকাউন্টে রবার্ট ডি নিরোর মেয়ের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। সেখানেই সব তথ্য দেওয়া হয়েছে। টেলিভিশন শো-এ অভিনেতা জানিয়েছেন, ‘দুজনে মিলেই সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তারা।’

 ‘দ্য আইরিশম্যান’ তারকা রবার্ট ডি নিরো ‘দ্য গডফাদার: পার্ট ২ ’, ‘র‍্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে পুরো বিশ্বের কাছে পরিচিত নাম। তিনি দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং পুরো ক্যারিয়ার সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।

সম্প্রতি নিজের সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারের সময় জনপ্রিয় এ অভিনেতা সংবাদটি জানান। সিনেমাটির প্রচারণার সময় ইটি কানাডার সঙ্গে সাক্ষাৎকারের সময় নিরোকে তাঁর ছয় সন্তান সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে রবার্ট ডি নিরো জানান বর্তমানে তিনি সাত সন্তানের পিতা। অভিনেতা বলেন, ‘অল্প কিছুদিন আগেই আমার আরেকটি সন্তান জন্ম নিয়েছে।’ সন্তান জন্মের খবর দিলেও এই সন্তানের মায়ের পরিচয় কিংবা সন্তান ছেলে নাকি মেয়ে সেই খবর তখন জানাননি অভিনেতা। যদিও তাঁর বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগেই একটি বেবিবাম্পসহ ছবি শেয়ার করেছিলেন।

একাডেমি পুরস্কার বিজয়ী এই অভিনেতা তার প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের সঙ্গে কন্যা ড্রেনা (৫১) এবং পুত্র রাফায়েল (৪৬)-এর জন্ম দিয়েছেন। ১৯৯৫ সালে তিনি তার প্রাক্তন বান্ধবী, মডেল এবং অভিনেত্রী টুকি স্মিথের সঙ্গে যমজ পুত্র সন্তান জুলিয়ান এবং অ্যারন (২৭)-কে স্বাগত জানান। ডি নিরোর আরও একটি ছেলে এলিয়ট (২৪), এবং একটি মেয়ে হেলেন গ্রেস (১১) রয়েছে, তার প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ারের সঙ্গে।

হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য গডফাদার: পার্ট ২ ’, ‘র‍্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে গোটা বিশ্বের কাছে এক পরিচিত নাম। তিনি দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং তাঁর পুরো ক্যারিয়ারে সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম