হোম > বিনোদন > হলিউড

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত ব্রুস উইলিসের

ক্যারিয়ারের ইতি টানলেন হলিউডের গুণী অভিনেতা ব্রুস উইলিস। ‘অ্যাফাসিয়া’ রোগে আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা। 

বিবিসি জানায়, বুধবার (৩০ মার্চ) ব্রুস উইলিসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের পরিবারের জন্য এটা কঠিন সময়। সবার ভালোবাসা, সহানুভূতি ও সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ।’ 

অ্যাফাসিয়ায় আক্রান্ত ব্যক্তির যোগাযোগ করতে সমস্যা হয়, শব্দ উচ্চারণ এবং কথা বলতে অসুবিধা হয়। কখনো লেখার ক্ষেত্রেও অক্ষমতা তৈরি হতে পারে। 

৬৭ বছর বয়সী অভিনেতা ব্রুস উইলিস চার দশক ধরে অভিনয় করছেন। ক্যারিয়ারে প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন উইলিস; যার মধ্যে ‘পাল্প ফিকশন’ ও ‘দ্য সিক্সথ সেন্স’ দর্শকদের পাশাপাশি চলচ্চিত্রবোদ্ধাদের কাছেও প্রশংসিত হয়েছে। এ পর্যন্ত একটি গোল্ডেন গ্লোব ও দুটি এমি অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার জিতেছেন তিনি। 

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম