হোম > বিনোদন > হলিউড

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত ব্রুস উইলিসের

ক্যারিয়ারের ইতি টানলেন হলিউডের গুণী অভিনেতা ব্রুস উইলিস। ‘অ্যাফাসিয়া’ রোগে আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা। 

বিবিসি জানায়, বুধবার (৩০ মার্চ) ব্রুস উইলিসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের পরিবারের জন্য এটা কঠিন সময়। সবার ভালোবাসা, সহানুভূতি ও সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ।’ 

অ্যাফাসিয়ায় আক্রান্ত ব্যক্তির যোগাযোগ করতে সমস্যা হয়, শব্দ উচ্চারণ এবং কথা বলতে অসুবিধা হয়। কখনো লেখার ক্ষেত্রেও অক্ষমতা তৈরি হতে পারে। 

৬৭ বছর বয়সী অভিনেতা ব্রুস উইলিস চার দশক ধরে অভিনয় করছেন। ক্যারিয়ারে প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন উইলিস; যার মধ্যে ‘পাল্প ফিকশন’ ও ‘দ্য সিক্সথ সেন্স’ দর্শকদের পাশাপাশি চলচ্চিত্রবোদ্ধাদের কাছেও প্রশংসিত হয়েছে। এ পর্যন্ত একটি গোল্ডেন গ্লোব ও দুটি এমি অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার জিতেছেন তিনি। 

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস