হোম > বিনোদন > হলিউড

অস্কারে রেকর্ড গড়লেন আরিয়ানা ডিবোর্স

একই চরিত্রে দুই অভিনয়শিল্পীর পুরস্কার পাওয়া অস্কারে ব্যতিক্রমী ঘটনা। স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’ সিনেমায় অভিনয়ের জন্য আরিয়ানা ডিবোস সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন। আরিয়ানা অভিনয় করেন অনিতা চরিত্রে। এই সিনেমার গল্প ১৯৬১ সালে নির্মিত একই নামের মিউজিক্যাল সিনেমা থেকে নেওয়া। সেই সময়ও এই চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন রিতা মরিনো।

অস্কারের ইতিহাসে এটি হয়েছে এ ধরনের তৃতীয় ঘটনা। এর আগে গডফাদার ও গডফাদার–২ সিনেমায় ক্রাইম ডন ভিতো কোরলিওনি চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন মার্লোন ব্যান্ডো ও রবার্ট ডি নিরো এবং জোকার চরিত্রে হিথ লেজার ‘ডার্ক নাইট’ ও ওয়াকিন ফনিক্স ‘জোকার’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছিলেন।

এছাড়া প্রত্যাশিতভাবে সেরা সাউন্ড, প্রোডাকশন ডিজাইন - ডুন (এডিটিং  ম্যাক রুথ, মার্ক মাঙ্গিনি, থিও গ্রিন, ডগ হেমফিল এবং রন বার্টলেট)

সিনেমাটোগ্রাফি – ডুন ( গ্রেগ ফ্রেজার) জয় পেয়েছে।

অ্যাভাটারের পরবর্তী পর্বে থাকবেন মিশেল ইয়ো

স‌র্বোচ্চ ব‌্যবসাসফল সিনেমার অভিনেত্রী জো সালদানা

তারকাখচিত গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা হলেন যাঁরা

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে