হোম > বিনোদন > হলিউড

ভক্তকে নিজের ট্রাক দিলেন ডোয়াইন জনসন 

‘দ্য রক’ নামে পরিচিত জনপ্রিয় তারকা ডোয়াইন জনসন তাঁর এক ভক্তকে নিজের ট্রাক উপহার হিসেবে দিয়েছেন। ওই ভক্তের নাম অস্কার রদ্রিগেজ। বলা হচ্ছে, ভক্তের উদারতার স্বীকৃতি হিসেবে দ্য রক উপহারটি দিয়েছেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভক্তকে নিজের ব্যক্তিগত ট্রাক উপহার দিয়েছেন ডোয়াইন। উপহার পেয়ে অস্কার নামের ওই ভক্ত আনন্দে আত্মহারা হয়ে তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এমন একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন এই তারকা। 

দ্য রক টুইটারে ভিডিওটির সঙ্গে বেশ কিছু আবেগপূর্ণ কথা লিখে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ট্রাকের থেকেও অনেক বড় কিছু তার প্রাপ্য। উদারতা আমার কাছে বড় বিষয়। মানুষের প্রতি আপনার দয়া ও উদারতা ধরে রাখার জন্য অনেক ধন্যবাদ রদ্রিগেজ। আপনি ঠিকই বলেছিলেন, কারও কাছ থেকে দূরে থাকলেও ভালোবাসা থেকে যায়। ভালোবাসাটাই যথেষ্ট, ভাই। ভালোবাসাটাই থাকতে হয়।’ 

ডোয়াইন জনসনের এমন কাজকেও উদারতার আরেক দৃষ্টান্ত হিসেবে দেখছেন তাঁর ভক্তরা। টুইটারের ভিডিওতে দেখা যায়, একটি সিনেমা হলে ডোয়াইন জনসন অভিনীত ‘রেড নোটিশ’ সিনেমাটি চলছে। সেখানে দর্শক সারিতে বসে ছিলেন অস্কার রদ্রিগেজ। মঞ্চে উঠে অস্কারকে ডেকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন জনসন এবং সবার কাছে তাঁর উদারতার বিষয়গুলো তুলে ধরেন। 

ওই ভিডিও থেকে জানা যায়, অস্কার ওয়েস্ট সাইড চার্চের একজন নেতা এবং তিনি একজন ব্যক্তিগত প্রশিক্ষক। ডোয়াইন জানান, অস্কার সহিংসতার শিকার নারীদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন এবং তিনি এমন একজন দায়িত্বশীল মানুষ, যে নিজের ৭৫ বছর বয়সী মায়ের সেবা-শুশ্রূষা নিজেই করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব জানতে পেরে তাঁর প্রতি মুগ্ধ হন দ্য রক। 

ভিডিওচিত্রটির শেষ দিকে অস্কার রদ্রিগেজকে চমকে দিয়ে নিজের ব্যক্তিগত ট্রাকটি উপহার হিসেবে দেন ডোয়াইন জনসন। এ সময় দ্য রক বলেন, ‘তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ।’

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে