হোম > বিনোদন > হলিউড

আবার হলিউডের ছবিতে দীপিকা

২০১৭ সালে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। এটিই ছিল দীপিকা অভিনীত প্রথম কোনো হলিউডের ছবি। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে চার বছর। এত দিন পর আবার হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এবার তিনি শুধু অভিনয়শিল্পী নন, হলিউডের ওই ছবিতে তিনি থাকবেন সহ-প্রযোজক হিসেবেও।

দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্ব সামলাবে। দীপিকা বলেন, ‘বিশ্বজুড়ে সবার কাছে ভালো ও অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই কা প্রোডাকশনসের যাত্রা শুরু হয়েছিল। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।’ একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থা এসটিএক্সও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।

নতুন এই ছবিটি রোমান্টিক ঘরানার। উঠে আসবে যুক্তরাষ্ট্র ও ভারতের গল্প। ছবিটিকে তাই দীপিকা বলছেন ‘ক্রস কালচারাল স্টোরি’। দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানে এ ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আশা দীপিকার। তবে ছবির নাম, দীপিকা ছাড়া আর কারা অভিনয় করবেন, পরিচালনা করবেন কে—বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। 

তারকাখচিত গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা হলেন যাঁরা

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’