হোম > বিনোদন > সিনেমা

‘তুফান’ সিনেমায় শাকিবের ছোটবেলার চরিত্রে কে এই অভিনেতা

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সারা দেশের ১২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এর শোয়ের সংখ্যা। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সর্বকালের রেকর্ড ভেঙেছে সিনেমাটি। আজ (২১ জুন) থেকে চলছে এর ৫৮টি শো, যা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ। সিনেমাটিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।

‘তুফান’ সিনেমায় শাকিবের ছোটবেলার চরিত্রে দেখা গেছে অভিনেতা সমৃদ্ধ পালকে। সোশ্যাল মিডিয়াতে এ অভিনেতাকে নিয়ে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে। সেখানে নেটিজেনদের অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। তবে এই সমৃদ্ধ পাল কে? তিনি কি বাংলাদেশের অভিনেতা নাকি ভারতের, তা নিয়ে নেটিজেনদের মাঝে জানার আগ্রহ লক্ষ করা গেছে। যেনে নেওয়া যাক সমৃদ্ধ পাল সম্পর্কে কিছু তথ্য।

শিশু বয়সেই অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেন সমৃদ্ধ পাল। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় এক সিরিয়ালে তাঁর ‘লজেন্স দাদা’ চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। 

ভারতীয় টেলিভিশন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’র ছোট্ট ভুতুকে মনে আছে? একটা সময় আট থেকে আশি সবার মনে ঘর করে নিয়েছিল এ মিষ্টি ভূত। লজেন্স দাদা আর ভুতুর দুষ্টুমি মন জয় করেছিল সবার। আর ‘ভুতুর’ সেই লজেন্স দাদাই শাকিবের ছোটবেলার চরিত্রে অভিনয় করা সমৃদ্ধ পাল।

এরপর সমৃদ্ধকে আরও বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে, এর মধ্যে আকাশ আটের ‘মা একাদশীর ব্রত-মেয়েদের ব্রতকথা’ অন্যতম।

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক