ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সারা দেশের ১২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এর শোয়ের সংখ্যা। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সর্বকালের রেকর্ড ভেঙেছে সিনেমাটি। আজ (২১ জুন) থেকে চলছে এর ৫৮টি শো, যা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ। সিনেমাটিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
‘তুফান’ সিনেমায় শাকিবের ছোটবেলার চরিত্রে দেখা গেছে অভিনেতা সমৃদ্ধ পালকে। সোশ্যাল মিডিয়াতে এ অভিনেতাকে নিয়ে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে। সেখানে নেটিজেনদের অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। তবে এই সমৃদ্ধ পাল কে? তিনি কি বাংলাদেশের অভিনেতা নাকি ভারতের, তা নিয়ে নেটিজেনদের মাঝে জানার আগ্রহ লক্ষ করা গেছে। যেনে নেওয়া যাক সমৃদ্ধ পাল সম্পর্কে কিছু তথ্য।
শিশু বয়সেই অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেন সমৃদ্ধ পাল। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় এক সিরিয়ালে তাঁর ‘লজেন্স দাদা’ চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।