গতকাল বৃহস্পতিবার ছিল তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজ্যর জন্মদিন নিয়ে পরীমণি গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁর পরিবার ও কিছু কাছের মানুষ নিয়ে এ আয়োজন করা হয়েছে।
নায়িকা বলেন, ‘শোবিজের সবাইকে নিমন্ত্রণ জানাতে পারিনি। রাজ্য আরেকটু বড় হলে বড় পরিসরে করব। তখন মিডিয়ার আমার সব শিল্পী, কলাকুশলী বন্ধুকে দাওয়াত দেব। এবারের অনুষ্ঠানটি ৫০-৬০ জন অতিথি নিয়ে সীমিত পরিসরে করেছি।’
পরীমণি আরও জানান, জন্মদিনের অনুষ্ঠানে তিনি নিজেও পদ্মফুলের রঙের গাউন পরেছেন। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে পদ্মফুলের থিমে।
অনুষ্ঠানে অভিনেত্রী ডলি জহুর, নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, তানভিন সুইটি, নিপুণ আক্তার, অপু বিশ্বাস ও তমা মির্জা; নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, হিমেল আশরাফ ও রায়হান রাফী; সংগীতশিল্পী আসিফ আকবর ও কোনাল এবং অভিনেতা চঞ্চল চৌধুরী, রাশেদ মামুন অপুসহ বিনোদন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।