হোম > বিনোদন > সিনেমা

পরিত্যক্ত জিনিস থেকে ল্যাম্পশেড, ফুলদানি বানানোই শখ মাহির

চিত্রনায়িকা মাহিয়া মাহি পড়েছেন ফ্যাশন ডিজাইনিংয়ে। পোশাক ডিজাইন করতে দারুণ ভালো লাগে তাঁর। তবে অভিনয়, নাচ, গান, ফ্যাশন ডিজাইন—এগুলোর বাইরেও চিত্রনায়িকা মাহিয়া মাহির ভিন্নরকম একটি শখ আছে। পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ল্যাম্পশেড, ফুলদানি এসব বানান তিনি। অবসরে এটিই মাহির পছন্দের কাজ। 

এই বিষয়ে মাহিয়া মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত দক্ষতা থাকে। আমার দক্ষতার জায়গা এটি। বলতে পারেন এটি আমার প্যাশন। যদিও এখন ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে, তবুও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই।’ 

দীর্ঘদিন ধরেই এই কাজ করে যাচ্ছেন বলে জানান মাহি। তাঁর মতে, ‘আমরা ব্যস্ততায় যা করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।’ 

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন মাহি। ‘রোমিও বনাম জুলিয়েট’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১৫ সালে টালিউডে অভিষেক ঘটে তাঁর। একই বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত অগ্নির দ্বিতীয় কিস্তি ‘অগ্নি ২’ চলচ্চিত্রটি।

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক