চিত্রনায়িকা মাহিয়া মাহি পড়েছেন ফ্যাশন ডিজাইনিংয়ে। পোশাক ডিজাইন করতে দারুণ ভালো লাগে তাঁর। তবে অভিনয়, নাচ, গান, ফ্যাশন ডিজাইন—এগুলোর বাইরেও চিত্রনায়িকা মাহিয়া মাহির ভিন্নরকম একটি শখ আছে। পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ল্যাম্পশেড, ফুলদানি এসব বানান তিনি। অবসরে এটিই মাহির পছন্দের কাজ।
এই বিষয়ে মাহিয়া মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত দক্ষতা থাকে। আমার দক্ষতার জায়গা এটি। বলতে পারেন এটি আমার প্যাশন। যদিও এখন ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে, তবুও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই।’
দীর্ঘদিন ধরেই এই কাজ করে যাচ্ছেন বলে জানান মাহি। তাঁর মতে, ‘আমরা ব্যস্ততায় যা করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।’