হোম > বিনোদন > সিনেমা

প্রযোজকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার প্রথম দিনেই আদালতে যাননি শাকিব খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদাবাজির অভিযোগে চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ’র বিরুদ্ধে মামলা করছিলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দায়ের করা মামলার প্রথম দিনেই সাক্ষ্য দিতে যাননি ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক। আজ বুধবার ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৫ অক্টোবর দিন ধার্য করেছেন।

আজ সাক্ষ্য গ্রহণের জন্য প্রথম তারিখ ধার্য ছিল। কিন্তু শাকিব খান পেশাগত ব্যস্ততার কারণে আদালতে হাজির হতে পারেননি বলে তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময় মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিবের আইনজীবী খায়রুল হাসান।

গত ৫ জুলাই একই আদালত রহমত উল্লাহর বিরুদ্ধে চার্জগঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।

গত ২৩ মার্চ শাকিব খান বাদী হয়ে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় শাকিব খানের বিরুদ্ধে সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তখন শাকিব খান দাবি করেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন ওই প্রযোজক। তার সুনাম ক্ষুণ্ন ও তার কাছে চাঁদা দাবি করেছেন রহমত উল্লাহ।

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি

রুবাইয়াত হোসেনের সিনেমায় বাঁধন, শিমু ও সুনেরাহ

এবার অপু বিশ্বাসের নায়ক সজল

সৌদিতে সিনেমার উৎসবে ঐশ্বরিয়া

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর