শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়—মুসলিম ও হিন্দু। ধর্মে পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথী, আপনজন। তবে তাদের মধুর সম্পর্ক এক সময় রূপ নেয় বিরহে। গ্রামে সংঘাত বাঁধে। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থে কবি জসীম উদ্দীন তাঁদের গল্প বলেছেন কবিতার ছন্দে।
বিখ্যাত চরিত্র সোজন ও দুলী এবার বইয়ের পাতা থেকে উঠে আসবে সিনেমার পর্দায়। ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সিনেমা বানাচ্ছেন তানভীর মোকাম্মেল। ‘রূপসা নদীর বাঁকে’র পর এটিই হতে যাচ্ছে নির্মাতার নতুন কাহিনিচিত্র। জানা গেছে, কাব্যগ্রন্থের নামেই সিনেমাটির নাম রাখা হবে। এ সিনেমায় সোজন-দুলী চরিত্রে কারা অভিনয় করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। অভিনয়শিল্পী বাছাই চলছে বলে জানিয়েছেন নির্মাতা। একইসঙ্গে চলছে লোকেশন দেখার কাজও।