হোম > বিনোদন > সিনেমা

আহমেদ শরীফ বললেন, দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আহমেদ শরীফ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। মাঝেমধ্যে দেশে আসেন তিনি। এই অভিনেতা মনে করেন, দেশে থাকলে হয়তো তাঁকে ভিক্ষা করে খেতে হতো।

গতকাল রোববার এফডিসিতে চলচ্চিত্রের প্রয়াত শিল্পীদের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত যেসব শিল্পী প্রয়াত হয়েছেন, তাঁদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সিনেমা ইন্ডাস্ট্রি, শিল্পী ও মানুষের আর্থিক অবস্থা নিয়ে কথা বলেন আহমেদ শরীফ। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, বর্তমানে দেশে কতজন মানুষের আগামীকালের বা আগামী মাসের খাওয়াদাওয়ার সুব্যবস্থা নিশ্চিত আছে? চলচ্চিত্রে কজন মানুষ আছেন, যাঁরা নিশ্চিত করে বলবেন, তাঁর দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? যদি মিথ্যা না বলি, তাহলে নেই। আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি নিশ্চিত করে বলতে পারি, আমাকে হাত পেতে মানুষের কাছে ভিক্ষা করে খেতে হতো।’

টিকে থাকার সংগ্রামে অনেক শিল্পীই বাধ্য হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন বলে মনে করেন আহমেদ শরীফ। তিনি বলেন, ‘অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছেন। শুধু ফিল্মের নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছেন। কারণ, দেশে আনন্দ-বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। শিল্পীদের যথাযথ মূল্যায়ন হয় না। আমরা চাই, দেশ ভালো করুক, মঙ্গল করুক। ভবিষ্যতে যদি দেশে আসি, সরকারের কাছে চাইব, শিল্পীদের বেঁচে থাকার নিশ্চিত ব্যবস্থা যেন করা যায়।’

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার