হোম > বিনোদন > সিনেমা

‘অযোগ্য’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে এক ফ্রেমে টালিউডের পাঁচ তারকা

মুক্তি পেয়েছে, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম সিনেমা ‘অযোগ্য’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি দর্শক থেকে সমালোচক, সবার প্রশংসা কুড়াচ্ছে। গতকাল আয়োজন করা হয়েছিল, সিনেমাটির বিশেষ প্রদর্শনীর। আর সেখানেই বসেছিল টালিউডের চাঁদের হাট। হাজির হয়েছিল যেন পুরো ইন্ডাস্ট্রি। তবে এদিন একসঙ্গে ইন্ডাস্ট্রির পাঁচ নায়কের জোট সবার নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়াতে ছবিটি প্রকাশ পেতেই রীতিমতো ভাইরাল।

প্রসেনজিৎ ছিলেন সিনেমার শুরুর আগে থেকেই। তারপর সেখানে আসেন দেব। ততক্ষণে সেখানে পৌঁছে গেছেন আরেক নায়ক সোহম চক্রবর্তী। দেব এসে প্রসেনজিৎ আর সোহমকে জড়িয়ে ধরেন। আর এরপর আড্ডায় যোগ দেন জিৎ। জিতের পাশে পাওয়া যায় আবীর চট্টোপাধ্যায়কেও। পুরো সময় সবার খুনসুটি চোখে পড়েছে। তবে ততক্ষণে সিনেমা হলের ভেতরে থাকায় অঙ্কুশকে ফ্রেমে পাওয়া যায়নি।

কয়েক দিন আগে আরও একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় ‘অযোগ্য’ সিনেমার। সেদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর্দার মায়েরা। ছিলেন মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, লিলি চক্রবর্তী, অনামিকা সাহা, লাবণি সরকার। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার সব রুপালি পর্দার মায়েদের আশীর্বাদ নিয়ে আজ আমি অযোগ্য থেকে যোগ্য।’

নব্বই দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। তাঁদের প্রথম ছবিই ছিল সুপারহিট। এরপর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহু বছর একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ।

১৫ বছর বিরতির পর ‘প্রাক্তন’-এর মাধ্যমে ব্লকবাস্টার কামব্যাক হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ অভিনয় করেন তাঁরা। এর মাঝে কেটে গেছে প্রায় ৫ বছর, ২০২৪-এ পর্দায় আবারও ফিরছে এই জুটি।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি