হোম > বিনোদন > সিনেমা

‘ওরা ৭ জন’ সিনেমার বিশেষ প্রদর্শনী

আনজিমুল ইসলাম খান জিহাদ

মুক্তিযুদ্ধের বীরগাথা নিয়ে তৈরি সিনেমা ‘ওরা ৭ জন’। ১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে খিজির হায়াত খান নির্মিত সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আমন্ত্রণ জানানো হয় দেশের বীর মুক্তিযোদ্ধাদের। শারীরিক অসুস্থতার জন্য সবাই আসতে না পারলেও এসেছিলেন বীর প্রতীক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা খিজির হায়াত খানসহ সিনেমার অভিনেতা ইন্তেখাব দিনার, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ, জাকিয়া বারী মমসহ অনেকেই।

সিনেমায় জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়। নাম অপর্ণা। অপর্ণার বাবা ভারতীয় নাগরিক। একদল মুক্তিযোদ্ধার ওপর দায়িত্ব পড়ে অর্পণাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার।

সিনেমা দেখা শেষে আবেগে আপ্লুত হয়ে পড়েন বীরপ্রতীক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ উপস্থিত দর্শকেরা। চোখের পানি ধরে রাখতে পারেননি সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ অনেকেই। নিজেকে সংবরণ করে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘মনে হলো যেন আবার যুদ্ধের দিনগুলোতে ফিরে গেছি। হৃদয় নাড়া দেওয়া মতো সিনেমা হয়েছে এটি। নির্মাতাসহ সিনেমার প্রতিটি অভিনেতা-অভিনেত্রীকে আমি সাধুবাদ জানাই।’

নির্মাতা খিজির হায়াত বলেন, ‘রণাঙ্গনের যুদ্ধটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। আশা করি সিনেমাটার মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধকে উপলব্ধি করতে পারবেন নতুন প্রজন্মের দর্শকেরা।’

মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন বলেন, ‘দারুণ একটা সিনেমা হয়েছে। আন্তর্জাতিক ভাবে যেন সিনেমাটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তাহলেই আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকথা পৌঁছে যাবে সীমানা ছাড়িয়ে সবার কাছে।’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি