হোম > বিনোদন > সিনেমা

চোখে অস্ত্রোপচারের পর যেমন আছেন নুসরাত ফারিয়া

বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এই সমস্যা সমাধানে অস্ত্রোপচার করিয়েছেন অভিনেত্রী। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে বাঁ চোখে চোখের অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন এই অভিনেত্রী।

ইতিমধ্যেই ফারিয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।’

ফারিয়ার বর্তমান অবস্থা নিয়ে ফারিয়ার মা ফেরদৌসী বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ফারিয়ার বাঁ চোখে সমস্যা হচ্ছিল। ডাক্তারের পরামর্শে ওষুধ চলছিল, তবে গতকাল সন্ধ্যার পরপরই ডাক্তারের পরামর্শে বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়।’

তিনি আরও বলেন, ‘চোখের সমস্যাটার কারণে কিছুদিন ধরে ফারিয়াকে কাজ করতে দিচ্ছি না। চোখের এই সমস্যাটা খুব জটিল না হলেও আমরা রিস্ক নিতে চাইনি। এ জন্যই দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। আলহামদুলিল্লাহ ও পুরোপুরি সুস্থ আছে এখন।’

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ছবি ‘পাতাল ঘর’। এ সপ্তাহে মুক্তি পেয়েছে কলকাতার ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’য়ের জন্য গান ‘মেনুকা’। তার আগে ঈদের ছবি ‘সুড়ঙ্গ’তে ‘কলিজা আর জান’ গানটিতে তাঁর নাচও আলোচিত হয়েছে। নুসরাত ফারিয়ার মুক্তির তালিকায় আছে কলকাতার ‘রকস্টার’।

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা