হোম > বিনোদন > সিনেমা

খালেদা জিয়ার বায়োপিক: মাদার অব ডেমোক্রেসির নির্মাতাদের আইনি নোটিশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান। তবে খালেদা জিয়ার পরিবার ও তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছ থেকে অনুমতি না নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দেওয়ায় সিনেমার নির্মাতা ও প্রযোজক বরারর নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশটি পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে যাঁরা সিনেমা বানাচ্ছেন, তা থেকে বিরত থাকার জন্যই এ নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়া ও তাঁর পরিবারের কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। আগামী পাঁচ দিনের মধ্যে নির্মাতা ও প্রযোজককে সংবাদ সম্মেলন করে তাঁদের বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অনুমতি না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রযোজক ইকবাল হোসেন আকন্দ। তিনি বলেন, ‘দলের কয়েকজনের সঙ্গে কথা বলে মাদার অব ডেমোক্রেসি সিনেমার পরিকল্পনা শুরু করেছি। তবে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি। অনুমতি নিয়েই আমরা কাজ শুরু করব।’

আইনি নোটিশের বিষয়ে প্রযোজক বলেন, ‘আমরা এখনো আইনি নোটিশ পাইনি। পেলে অবশ্যই লিখিত উত্তর দেব।’

গত ১৯ আগস্ট নির্মাতা এম কে জামান জানিয়েছিলেন খালেদা জিয়ার চরিত্রে তাঁর প্রধম পছন্দ অভিনেত্রী ববিতা ও মৌসুমীকে। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলতে শক্তিশালী শিল্পী প্রয়োজন। তাই ববিতা ও মৌসুমীর কথা ভাবছি আমরা। তাঁরা দুজনই এখন দেশের বাইরে আছেন। চিত্রনাট্য সম্পূর্ণ হয়ে গেলেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আলোচনা করব। সিনেমার নাম দেখেই তো তাঁরা অভিনয়ে সম্মতি দেবেন না। চিত্রনাট্য দেখতে চাইবেন। চিত্রনাট্য পছন্দ হলেই তাঁরা অভিনয়ে রাজি হবেন। তাই পুরো প্রস্তুতি নিয়েই তাঁদের সঙ্গে কথা বলতে চাই।’

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়