সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান। তবে খালেদা জিয়ার পরিবার ও তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছ থেকে অনুমতি না নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দেওয়ায় সিনেমার নির্মাতা ও প্রযোজক বরারর নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশটি পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে যাঁরা সিনেমা বানাচ্ছেন, তা থেকে বিরত থাকার জন্যই এ নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়া ও তাঁর পরিবারের কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। আগামী পাঁচ দিনের মধ্যে নির্মাতা ও প্রযোজককে সংবাদ সম্মেলন করে তাঁদের বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অনুমতি না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রযোজক ইকবাল হোসেন আকন্দ। তিনি বলেন, ‘দলের কয়েকজনের সঙ্গে কথা বলে মাদার অব ডেমোক্রেসি সিনেমার পরিকল্পনা শুরু করেছি। তবে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি। অনুমতি নিয়েই আমরা কাজ শুরু করব।’
আইনি নোটিশের বিষয়ে প্রযোজক বলেন, ‘আমরা এখনো আইনি নোটিশ পাইনি। পেলে অবশ্যই লিখিত উত্তর দেব।’