আত্মহত্যা করেছেন ভারতের কন্নড় অভিনেতা সম্পথ জে রাম। গতকাল শনিবার নিজের বাড়িতেই আত্মহত্যা করেন মাত্র ৩৫ বছর বয়সী টেলিভিশনের জনপ্রিয় এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বেঙ্গালুরুর রুরাল জেলার নেলামঙ্গলারে নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
‘অগ্নিসাক্ষী’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন সম্পথ জে রাম। তিনি ‘শ্রী বালাজি ফটো স্টুডিও’-এর মতো বহুল আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।
গত জানুয়ারিতেই মুক্তি পেয়েছিল সিনেমাটি। সিনেমাটির পরিচালক রাজেশ ধ্রুব সোশ্যাল মিডিয়ায় সম্পথ জে রামের মৃত্যু সংবাদটি জানান। সম্পথের এই আচমকা চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
মাত্র এক বছর আগেই বিয়ে করেছিলেন সম্পথ জে রাম। পরিবারের এক ঘনিষ্ঠজন জানান, ‘সম্পথের হাতে তেমন কাজ ছিল না, হয়তো এর জেরেই ডিপ্রেশন ভুগছিলেন তিনি। তাই হয়তো এমন একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন’।