হোম > বিনোদন > সিনেমা

সাবিনা ইয়াসমীনের গান ও জুয়েল আইচের জাদু দিয়ে যাত্রা শুরু দোয়েল ওটিটির

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জুয়েল আইচের জাদু প্রদর্শনী। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের গাওয়া প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গানের পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল দোয়েল ওটিটি। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত দোয়েল ওটিটির উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় মনোয়ার হোসেন টুটুলের সুর করা ‘স্বাধীন বাংলাদেশ’ শিরোনামের গানটি। দোয়েলের স্লোগান ‘টিভি দেখার নতুন অভিজ্ঞতা’।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ জানিয়েছেন, বিনোদনের মাধ্যমে শিক্ষা, সচেতনতামূলক, শিশুতোষ ও তারুণ্যনির্ভর অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোকসংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা করল দোয়েল ওটিটি।

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল খ্যাতিমান জাদুশিল্পী জুয়েল আইচের ম্যাজিক শো। একের পর এক ম্যাজিক দেখিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন জুয়েল আইচ। অনুষ্ঠানে আরও ছিল শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা।

প্ল্যাটফর্মটির অনুষ্ঠানের ধরন, আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরেন দোয়েলের সিইও ফাহমিদুল ইসলাম শান্তনু। এই প্ল্যাটফর্মে শিশুদের মানসিক বিকাশের জন্য বিশেষ শিশুতোষ অনুষ্ঠান, মৌলিক টিভি শো, চলচ্চিত্র, অ্যানিমেশন এবং দেশাত্মবোধক ও বিনোদনমূলক কনটেন্ট উপভোগ করা যাবে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে দোয়েল অ্যাপ ডাউনলোড করে অথবা সরাসরি ওয়েবসাইট থেকে অনুষ্ঠানগুলো দেখা যাবে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ রায়হান আহমেদের বক্তব্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

নতুন এই ওটিটি প্ল্যাটফর্মটিকে শুভেচ্ছা জানাতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর, ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম, সুরকার শেখ সাদী খান, ফোয়াদ নাসের বাবু, কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, খুরশীদ আলম, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, তানভীর আলম সজীব, নির্মাতা শাহীন সুমন, শাকুর মজিদ, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, আসিফ ইকবাল, নাট্যকার মাসুম রেজা, অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাসহ মিডিয়া ব্যক্তিত্বরা।

জয়ার সিনেমার ট্রেলার প্রকাশ

মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ওমর সানী

সিনেমা নির্মাণে ফিরছেন হিমেল আশরাফ

নাটকের আলোচিত জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়

দুই সিনেমার পর নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস

আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন বুবলী

বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানাতে চান রাফী

অস্কারে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল ‘সিনারস’

নাম বদলে ইউটিউবে মিথিলার সিনেমা

শাকিবের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন জ্যোতির্ময়ী