হোম > বিনোদন > সিনেমা

বেঙ্গালুরুতে পুরস্কৃত ‘নকশীকাঁথার জমিন’

ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হল বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে ১৪টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় হয়েছে ‘নকশীকাঁথার জমিন’ ও ‘ভিরাটাপুরা ভিরাগি’।

গত ২৩ মার্চ শুরু হয়েছিল বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৪তম আসর। বৃহস্পতিবার পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নেমেছে ভারতের কর্ণাটক রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবের। উৎসবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিবেচনায় নির্বাচিত হয়েছে সেরা চলচ্চিত্র। প্রথম হয়েছে ‘বিফোর, নাও অ্যান্ড দেন’ এবং ‘মাদারলেস’৷ দ্বিতীয় স্থানে আছে চলচ্চিত্র ‘স্যান্ড’।

সরকারি অনুদানে ‘নকশীকাঁথার জমিন’ সিনেমাটি নির্মাণ করেছেন আকরাম খান। পুরস্কার পাওয়ার তথ্যটি নিশ্চিত করে আকরাম খান বলেন, ‘দেশ-বিদেশের সিনেমার সঙ্গে লড়াই করে এই পুরস্কার অর্জন করায় ভীষণ ভালো লাগছে। এই সাফল্যের পেছনে চলচ্চিত্রের সব কলাকুশলী ও প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের দারুণ অবদান রয়েছে। আশা করছি, সামনের দিনগুলোতে আরও বেশি দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে পারব।’

এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনে ‘নকশীকাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এই সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান ও সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে রয়েছেন ইরেশ যাকের ও রওনক হাসান। এ ছাড়া গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। সিনেমাটি আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ