হোম > বিনোদন > সিনেমা

ঈদে ঐশীর দুই সিনেমা

২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর ছোট পর্দায় অভিনয়ের অনেক প্রস্তাব পান জান্নাতুল ফেরদৌস ঐশী। কিন্তু ফিরিয়ে দেন সেসব প্রস্তাব। অপেক্ষা করতে থাকেন উপযুক্ত গল্প, কাঙ্ক্ষিত চিত্রনাট্য আর মনের মতো একটা সিনেমার জন্য। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়ে যান।

দীর্ঘ অপেক্ষার পর গত বছর মুক্তি পায় ঐশী অভিনীত দুটি সিনেমা—‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’। ঈদে নতুন সিনেমা নিয়ে হলে না থাকতে পারলেও তিনি থাকবেন টিভি পর্দায়। ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’ প্রথমবারের মতো টিভিতে দেখা যাবে এবারের ঈদে।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে দীপ্ত টিভিতে এ দুই সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। ঈদের দিন দুপুর ২টায় প্রচারিত হবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম‘। এতে ঐশী ছাড়াও অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপুসহ অনেকে।

আর মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায়। সিনেমাটিতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান