হোম > বিনোদন > সিনেমা

শিল্পকলায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধূসর যাত্রা’

পাঁচালী ফিল্মস্ এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মঞ্চায়িত হবে মাস্উদ সুমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘ধূসরযাত্রা’র উদ্বোধনী প্রদর্শনী। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, নির্মাতা ফরিদুর রহমান ও আবু সাইয়ীদ এবং বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর শেষ-গোসল না হওয়ায়, ছবির কেন্দ্রীয় চরিত্র সোবহান মৃত্যু ভয়কে উপেক্ষা করে পঁচিশ বছর ধরে শেষ-গোসলের কাজ করে চলেছেন। সোবহানের চাওয়া, একটি মানুষেরও শেষ যাত্রা যেন তাঁর স্ত্রীর মতো না হয়। কিন্তু নিয়তির কাছে মানুষ কি অসহায়! মহামারিতে মৃত্যুর পর স্ত্রীর মতো একইভাবে নিয়তির কাছে সমর্পিত হতে হয় সোবহানকে। স্ত্রীর প্রতি সোবহানের এক ব্যতিক্রমধর্মী ভালোবাসা ও সমাজের মানুষের প্রতি এক নীরব প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্রে। 

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক