হোম > বিনোদন > সিনেমা

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ পরীমণির

বিনোদন প্রতিবেদক

ঢাকা: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে। তার ওপর চালানো হয়েছে শারীরিক নির্যাতন। এমন অভিযোগ পরীমণির। রোববার রাত আটটার একটু আগে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এ অভিযোগ করেন চিত্রনায়িকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দেওয়া ওই স্ট্যাটাসের শুরুতেই পরীমনি লেখেন, ‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

তবে কবে, কোথায় তাঁর সঙ্গে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছে, সেটি উল্লেখ করেননি পরীমণি। ওই ঘটনার পর কয়েকজনের কাছে বিচারের দাবি জানালেও কেউ কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেছেন পরী। লিখেছেন, ‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাইনা মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!’

এ ঘটনায় মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়িকা। লিখেছেন, ‘আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন!’

পরীমণির এ স্ট্যাটাসের সত্যতা জানতে ফোন করা হয় তাঁকে। ফেসবুক স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে পরী বলেন, ‘যা বলেছি সবই সত্য। ১০ জুন থেকে আমি ট্রমার মধ্যে আছি। শতবার চেষ্টা করেছি ভুলতে। চেষ্টা করেছি বিচার পাওয়ার জন্য। কিন্তু সবখানে নীরবতা। বিচারের আশ্বাস আর পাই না। তাই বাধ্য হয়ে এই পোস্ট দিয়েছি।’

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা