হোম > বিনোদন > সিনেমা

পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির হাফ সেঞ্চুরি 

পর্দায় হাফ সেঞ্চুরি করে ফেলল প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। টালিউডের জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অযোগ্য’ শিরোনামের সিনেমায় ৫০ তম বারের মতো একসঙ্গে দেখা যাবে তাদের। আজ বুধবার কলকাতার এক রেস্তোরাঁয় প্রকাশ্যে এসেছে সিনেমাটির লোগো ও ফার্স্ট লুক পোস্টার। সিনেমাটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।

সিনেমাটি নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘একসঙ্গে আমাদের কাজটা করতে খুব ভালো লেগেছে। শুটিং প্রায় শেষ করে ফেলেছি। ঋতুর সঙ্গে এটা আমার মাত্র ৫০ তম ছবি তো! সেই ভারটা বহন করার জন্য একটা কাঁধ খুঁজছিলাম, সেই কাঁধটা কৌশিকদার মধ্যে পেয়েছি। আমাদের জুটির ৫০ তম ছবির ভারটা বহন করতে হবে তো! আশা করছি দর্শক এই ছবির জন্য অপেক্ষা করবে।’

নব্বই দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। তাঁদের প্রথম ছবিই ছিল সুপারহিট। এরপর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহু বছর একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ।

১৫ বছর বিরতির পর ‘প্রাক্তন’-এর মাধ্যমে ব্লকবাস্টার কামব্যাক হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ অভিনয় করেন তাঁরা। এর মাঝে কেটে গেছে প্রায় ৫ বছর, ২০২৪-এ পর্দায় আবারও ফিরছে এই জুটি।

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

থ্রিলার গল্পের ওয়েব ফিল্মে ইরফান, ভাবনা ও দীঘি

রোজার ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাসের ‘দুর্বার’

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা উৎসব

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান