অস্কারজয়ী মিউজিক কম্পোজার এআর রহমানের বড় মেয়ে খাদিজা রহমান বিয়ে করছেন। গতকাল রোববার ইনস্টাগ্রামে হবু বরের ছবি দিয়ে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি। হবু বরের নাম রিয়াসদিন শেখ মোহাম্মদ।
ইনস্টাগ্রামে রিয়াসদিনের সঙ্গে একটি কোলাজ ছবি পোস্ট করেছেন খাদিজা (২০)। তিনিই জানিয়েছেন তাঁর হবু স্বামী একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। খাদিজা নিজেও গান করেন। গত ২৯ ডিসেম্বর তাঁদের বাগদান হয়।
ক্যাপশনে খাদিজা লিখেছেন, ‘সর্বশক্তিমানের অশেষ রহমতে রিয়াসদিন শেখ মোহাম্মদের সঙ্গে আমার বাগদানের কথা আপনাদের জানাচ্ছি। তিনি একজন অত্যন্ত উৎসাহী উদ্যোক্তা এবং অডিও ইঞ্জিনিয়ার। আমাদের বাগদান হয়েছে ২৯ ডিসেম্বর। সেদিন আমার জন্মদিনও ছিল। দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। সবাইকে ধন্যবাদ।’
গত বছর মুক্তি পাওয়া কৃতি শ্যানন অভিনীত কমেডি ড্রামা ‘মিমি’-তে ‘রক অ্যা বাই বেবি’ গানটি গেয়েছেন খাদিজা। এ গানের কম্পোজার তাঁর বিখ্যাত বাবা এআর রহমান।