মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘৮৩’ ছবির ট্রেলার। এ ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। ‘৮৩’ ছবিতে তাঁর লুক শুরুতেই মন কেড়েছিল দর্শকদের। এবার ট্রেলার প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে উত্তেজনা।
অভিনেতা হিসেবে ইতিমধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন রণবীর সিং। ‘৮৩’-র ট্রেলারে তাঁর অভিনয়ের ঝলক দেখে উচ্ছ্বসিত ভক্তরা। সোশ্য়াল মিডিয়ায় রণবীরের লুক নিয়ে চলছে জোর চর্চা। বাস্তবের কপিল দেবের মতোই কথা বলা, হাঁটা, বল ডেলিভারির ধরণ, মুখের আদল, তাকানোর স্টাইল— সবকিছুই বেশ ভালোভাবে রপ্ত করেছেন রণবীর। ‘৮৩’ ছবির ট্রেলারে সেটি স্পষ্ট হয়ে ধরা দিয়েছে।
দেখুন ‘৮৩’ ছবির ট্রেলার: