বড়পর্দায় কাকে দেখা যাবে সৌরভ গাঙ্গুলির চরিত্রে তা নিয়ে বহুদিন ধরেই চলছে আলোচনা। এমনকি এই বছর দাদাগিরির মঞ্চেও সৌরভকে প্রশ্ন করে বসেন প্রতিযোগী, কাকে দেখা যাবে দাদার চরিত্রে। যদিও মজার ছলে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান সৌরভ। প্রথম থেকেই সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন যে, তিনি চান তাঁর বায়োপিকে অভিনয় করুন রণবীর কাপুর। সেইমতো প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস রণবীর কাপুরের কাছে প্রস্তাবও রাখে। এখন শোনা যাচ্ছে শুটিংয়ের ডেটের কারণে সেই ছবিতে অভিনয় করতে পারছেন না তিনি।
এই তালিকায় আরেক নাম হৃত্বিক রোশান। যদিও সেই নিয়ে কথা বলতে শোনা যায়নি সৌরভ বা প্রযোজক লাভ রঞ্জনকে। মাঝে শোনা গিয়েছিল সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। এবার বলিউডে নয়া গুঞ্জন। পরিচালক আর বাল্কি শুরু করেছেন তাঁর নতুন ছবির প্রি প্রোডাকশনের কাজ। তাঁর ছবির মুখ্য চরিত্র এক বাঁ হাতি ব্যাটসম্যান। সেই চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। ছবির গল্প ক্রিকেটকে কেন্দ্র করেই। এখান থেকেই শুরু হয়েছে এই নতুন গুঞ্জন। সৌরভ গাঙ্গুলিও বাঁহাতি ব্যাটসম্যান তাহলে কি সৌরভের বায়োপিক নিয়েই কাজ করছেন পরিচালক আর বাল্কি। যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিষেক বচ্চন। আর বাল্কি পরিচালিত সেই ছবিতে অভিনয় করছেন একাধিক ক্রিকেটারও।