হোম > বিনোদন > বলিউড

নতুন ছবি দিয়ে আলোচনায় কৃতি

হালের জনপ্রিয় বলিউড অভিনেত্রী কৃতি স্যানন এখন বেশ আলোচনায়। দক্ষিণের সুপারস্টার প্রভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন থেকে বাগদানের খবর—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃতি। এ ছাড়া আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কৃতি ও কার্তিক আরিয়ানের চলচ্চিত্র ‘শেহজাদা’।

ছবিটি নির্মাণ করেছেন রোহিত ধাওয়ান। বর্তমানে চলচ্চিত্রটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃতি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সরব কৃতি নিয়মিতই আপডেট দিয়ে যাচ্ছেন প্রচা-প্রচারণার।

গত শনিবার ‘শেহজাদা’ টিম গিয়েছিল তাজমহলে। তাজমহলে রোমাঞ্চকর মুহূর্তে কার্তিক আরিয়ানের সঙ্গে ধরা দিয়েছিলেন কৃতি স্যানন। 

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাজমহলের সামনে তোলা ছবিগুলো পোস্ট করেছেন কার্তিক। ক্যাপশনে লিখেছেন ‘শেহজাদা, তাজ এবং মমতাজ’। ছবিটি নজর কেড়েছে নেটিজেনদের।

‘শেহজাদা’ ছবিতে কার্তিক-কৃতির ছাড়াও অভিনয় করেছেন মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, রনিত রায়সহ অনেকে। আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

ভারতের দক্ষিণের জনপ্রিয় তারকা প্রভাস ও অভিনেত্রী কৃতি স্যাননের প্রেমের গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। ‘আদিপুরুষ’-এর টিজার প্রকাশের সময় তাঁদের দুজনের রসায়ন দেখে অনেকেই অনুমান করেছেন একে অপরের প্রেমে বুঁদ হয়ে আছেন। 

ভারতীয় চলচ্চিত্র সমালোচক উমার সান্ধু গুঞ্জনের পালে খানিকটা বাতাস দিয়েছেন।

এক টুইটে তিনি বলেছেন, আগামী সপ্তাহে মালদ্বীপে প্রভাস ও কৃতি বাগদান সম্পন্ন করবেন। যদিও প্রভাসের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো