অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’-এর ট্রেলার। টম হার্পার পরিচালিত সিনেমাটির মাধ্যমেই হলিউডে পা রাখলেন তিনি। আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।
আজ রোববার ২ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারটি মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বেশ প্রশংসায় ভাসছেন আলিয়া। সিনেমাটিতে আলিয়ার সঙ্গে অভিনয় করছেন হলিউডের দুই প্রথম সারির তারকা, গ্যাল গ্যাদোত ও জেমি ডরনান। ট্রেলার জুড়ে কেবল টান টান অ্যাকশন।
সিনেমাটিতে কেয়া ধাওয়ান নামক একজন দক্ষ হ্যাকারের ভূমিকায় দেখা যাবে আলিয়াকে। পর্দায় গ্যাল ও আলিয়ার চরিত্রে দ্বৈরথ চাক্ষুষ করার সুযোগ পাবেন দর্শক। এক দশকের ক্যারিয়ারে পর্দায় নানা পরীক্ষা-নিরীক্ষা করলেও পুরোদস্তুর অ্যাকশন ছবিতে এই প্রথম কাজ করলেন আলিয়া।