হোম > বিনোদন > বলিউড

রাজি থাকলে বিয়ে করতে পারি, উর্বশীর উদ্দেশে নাসিম শাহ 

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি সিনেমার চেয়ে বেশি আলোচনায় ক্রিকেট পাড়ায়। ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। সড়ক দুর্ঘটনায় ঋষভ পন্থে আহত হওয়ার পর হাসপাতালের আশপাশেও দেখা মিলেছিল তাঁর। আর ইদানীং পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহর সঙ্গে নাম জুড়েছে উর্বশীর। তবে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে শুধু উর্বশী নয়, নাসিমের মনেও উর্বশীর প্রতি প্রেম রয়েছে। 

তাঁর প্রমাণ মিলেছে সম্প্রতি ভাইরাল হওয়া নাসিম শাহর এক সাক্ষাৎকার। সাক্ষাৎকারটিতে নাসিম আকারে-ইঙ্গিতে কি উর্বশীর কথাই বুঝিয়ে দিয়েছেন? নাসিম জানান, পাত্রী রাজি থাকলে তাঁর বিয়ে করতেও আপত্তি নেই। 

সাংবাদ সম্মেলনে নাসিম বলেন, ‘আমি যদি এ বিষয়ে কোনো কথা বলি, আপনারা সেটাকে ভাইরাল করবেন। এটুকুই আপাতত বলি, পাত্রী যদি তৈরি থাকে, আমি এখনই তাকে বিয়ে করতে রাজি আছি।’ 

কয়েক মাস আগেই ভাইরাল হয়েছিল উর্বশী ও নাসিমের একটি ভিডিও। তারপর থেকেই দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন শুরু। আর এবার তো উর্বশীকে বিয়ে করার ইঙ্গিতও দিয়ে ফেললেন নাসিম। 

একসময় উর্বশীর ভিডিও দেখে নাসিম বলেছিলেন, ‘আমি তাঁকে ঠিক চিনি না। আমার বন্ধুরা তাঁর ভিডিও পাঠিয়েছিল। আমি আপাতত খেলায় মন দিতে চাই, তাই এসব বিষয়ে আমার আগ্রহ নেই।’ 

কিন্তু নেটিজেনরা বলছেন, হঠাৎ পুরোনো কথা ভুলে একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন নাসিম। তবে এ বিষয়ে এখনো উর্বশীর কোনো মন্তব্য পাওয়া যায়নি, পুরো বিষয়টা নিয়ে তিনি একেবারেই চুপ।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র