হোম > বিনোদন > বলিউড

‘কৃষ-৪’ সিনেমার ইঙ্গিত দিলেন কি হৃতিক

বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’ পার করেছে ২০ বছর। সে উপলক্ষে নতুন করে হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। আবেগে ভাসছেন ভক্তরা। একাধিক সাক্ষাৎকারে এই ছবি নিয়ে নস্টালজিয়ায় ভাসতে দেখা গেছে হৃতিক রোশনকে। তবে এবারের ইঙ্গিত উসকে দিচ্ছে একটি বিশেষ সম্ভাবনার কথা। অনুমান করা যাচ্ছে, ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা অর্থাৎ ‘কৃষ ৪’ আসছে শিগগিরই।

সম্প্রতি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে তাঁর একটি সানকিসড ছবি পোস্ট করেন। সেটা পোস্ট করে তিনি লিখেছেন, ‘জাদুর মতো রোদ চাই আরও’। ছবিটির মন্তব্য করেছেন হৃতিক। তিনি লিখেছেন, ‘সে আবার আসছে। তাকে আমি বলব।’ এটা পড়েই বাকিদের মতো আনন্দে আত্মহারা অভিনেত্রী। তিনি জিজ্ঞেস করেন, ‘সত্যি? কবে, কখন, কোথায়?’

এরপরই জল্পনার শুরু, নেটিজেনরা ভাবছেন ‘কৃষ ৪’ সিনেমায় হয়তো হৃতিকের বিপরীতে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে। একজন মন্তব্যে লিখেছেন, ‘এই কম্বো চাই। আপনাদের একসঙ্গে ‘‘কৃষ ৪’’-এ দেখতে চাই।’

দুই দশক আগে শুরু হয়েছিল বলিউডের জনপ্রিয় ও ব্যবসাসফল ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজি। প্রথম সিনেমা ‘কোই মিল গ্যায়া’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। প্রথম কিস্তির জনপ্রিয়তার জেরে পর্যায়ক্রমে আরও দুই কিস্তি নির্মাণ করেন রাকেশ রোশন। সবশেষ ‘কৃষ-৩’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার অপেক্ষায় আছেন দর্শক।

উল্লেখ্য, হৃতিক রোশনকে সামনে দেখা যাবে ‘ফাইটার’ সিনেমায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি আগামী বছর, অর্থাৎ ২০২৪-এর জানুয়ারি মাসে মুক্তি পাবে। এখানে হৃতিকের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যে সেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র