হোম > বিনোদন > বলিউড

করোনায় ভেঙে গেলো নাদিম-শ্রাবণ জুটি

বলিউডের বিখ্যাত সংগীতপরিচালক নাদিম-শ্রাবণ জুটির শ্রাবণ রাঠোর মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণ।

সাতের দশকে ভোজপুরি সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছিলেন নাদিম-শ্রাবণ জুটি। কিন্তু বলিউডে তাঁদের পরিচিতি এনে দেয় মিউজিক্যাল সিনেমা ‘আশিকি’। এই সিনেমার জন্যই নাদিম শ্রাবণ জুটি প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান। তারপর একে একে ‘সাজন’, ‘ফুল অউর কাঁটে’, ‘দিওয়ানা’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রাজা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘পরদেশ’, ‘ধড়কন’, ‘রাজ’-এর মতো সিনেমায় নিজেদের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন তাঁরা। 

সুপারহিট এই সুরেলা জুটি ছাড়া নয়ের দশকের সংগীত ভাবাই যায় না!

করোনার কারণে ভেঙে গেল বিখ্যাত এই জুটি। সংবাদমাধ্যমকে শ্রাবণের মৃত্যুর খবর দেন তাঁর ছেলে সঞ্জীব রাঠোর। তিনি জানান, কিছুদিন আগেই শ্রাবণের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে।

সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আগে থেকেই ডায়াবেটিকে ভুগছিলেন শ্রাবণ। সংক্রমণ তাঁর ফুসফুসে ছড়িয়ে পড়েছিল। মৃত্যুর কয়েকদিন আগে ভেন্টিলেশনে দেওয়া হয় ৬৬ বছর বয়সী এই সংগীত পরিচালককে। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

বন্ধু তথা সহ-সংগীত পরিচালক শ্রাবণের মৃত্যুতে ভেঙে পড়েছেন নাদিম আখতার সইফি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এমনই এক পরিস্থিতির মধ্যে আছি যে তাঁর পরিবারের পাশে দাঁড়াতে পারছি না। আমার ভাইকে শেষবারের মতো দেখতে পারলাম না। একসঙ্গে বড় হয়েছি আমরা। কোনো দিন যোগাযোগবিচ্ছিন্ন হইনি। সে আর নেই। মেনে নিতে পারছি না, নিজেকে অসহায় মনে হচ্ছে।’

‘আশিকি’, ‘সাজান’, ‘সিরফ তুম’, ‘সড়ক’, ‘দিলওয়ালে’র মতো অজস্র হিট ছবির সুপারহিট গান কম্পোজ করেছেন এই জুটি।

১৯৭৩ সালে একটা অনুষ্ঠানে দুজনের পরিচয় হয়। তারপর ১৯৭৫ সালে একটা ভোজপুরি চলচ্চিত্রে কাজ করেন। বলিউডে কাজ শুরু করেন ১৯৮১ সালে। পরবর্তী নয় বছর কিছু কাজ করলেও পরিচিতি পাননি। ১৯৯০ সালে টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমার ‘আশিকি’ সিনেমা তাঁদের সুযোগ দেন। এ ছবিই বদলে দেয় নাদিম-শ্রাবণের ক্যারিয়ার। রাতারাতি জনপ্রিয়তা পান তাঁরা।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ