হোম > বিনোদন > বলিউড

কেন বাদ দীপিকা?

সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় তিনটি ছবিতে অভিনয় করে তিনটি ফিল্মফেয়ার জিতেছিলেন দীপিকা পাড়ুকোন। ফিল্মফেয়ার ছাড়াও এই তিন ছবির জন্য শোকেজ ভর্তি পুরস্কার পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। দীপিকার পাশাপাশি এই তিনটি ছবিতে অভিনয় করেছিলেন রণবীর সিংও। দর্শকদের কাছেও দারুণভাবে প্রশংসিত হয়েছে রণবীর-দীপিকার রসায়ন। বানশালির ‘বৈজু বাওরা’-তে ফের তাদের জুটি হওয়ার খবর বেড়িয়েছিল।

রণবীর তো বটেই, ‘বৈজু বাওরা’-তে দীপিকার অভিনয় করার কথা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল। কিন্তু তা আর হলো না। ভারতীয় গণমাধ্যমের মতে, এই ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা।

শোনা যাচ্ছে পারিশ্রমিক নিয়ে জটিলতা হয়েছে প্রিয় পরিচালক বানশালীর সঙ্গে। নিজের অন্যান্য ছবির মতোই এই ছবিরও অন্যতম প্রযোজক বানশালি। তাই তাঁর কাছে নাকি ছবির নায়ক রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। এক টাকা বেশিও নয়, কমও নয়।

স্বাভাবিকভাবেই রণবীর সিংয়ের পারিশ্রমিকের অঙ্কটা বেশ চড়া। দীপিকারও কম কিছু নয়। তবে রণবীরের কাছাকছি নয়। তাই এখন যদি প্রযোজককে ছবির নায়িকাকেও ছবির নায়কের সমান পারিশ্রমিকের অঙ্ক দিতে হয় তাহলে ছবির বাজেট কী হবে তা বলার অপেক্ষা রাখে না। তা নিয়ে কয়েকদফা আলোচনাও হয়েছে প্রযোজকদের মধ্যে। বানশালি চেষ্টাও করেছিলেন।

কিন্তু দীপিকাকে নাকি তাঁর সিদ্ধান্তের থেকে সরানো যায়নি। শেষপর্যন্ত অন্য কোনও উপায় না থাকায় দীপিকাকে বাদ দিতে হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো