হোম > বিনোদন > বলিউড

বিষ্ণুর অবতার রূপে ভিকি, প্রকাশ্যে সিনেমার পোস্টার

পৌরাণিক চরিত্রে পর্দায় হাজির হবেন ভিকি কৌশল। আসন্ন নতুন সিনেমা ‘মহাবতার’–এর প্রথম পোস্টার শেয়ার করেছেন তিনি। এই সিনেমায় অভিনেতাকে চিরঞ্জীবী পরশুরামের চরিত্রে দেখা যাবে। পৌরাণিক যোদ্ধার কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন অমর কৌশিক।

অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে পোস্টারের প্রথম ঝলক। পোস্টার দেখে ভিকিকে চিনতে পারা যাচ্ছে না! লম্বা চুল এবং ঘন দাঁড়ি। পোস্টারের পাশাপাশি একটি ছোট ক্লিপও পোস্ট করেছেন ভিকি। ক্লিপে তাঁকে মরিচা রঙের ধুতি ও বাহুতে রুদ্রাক্ষ পরা অবস্থায় একটি অস্ত্র হাতে দেখা যাচ্ছে। পরশুরামের শক্তিমত্তাই প্রতীকায়িত হয়েছে পোস্টার ও ক্লিপে।

পোস্টে ভিকি লিখেছেন, দিনেশ বিজন ধর্মের চিরন্তন যোদ্ধার কাহিনিকে জীবন্ত করে তুলছেন। ভিকি কৌশল চিরঞ্জীবী পরশুরামের ভূমিকায় অভিনয় করছেন। হ্যাশট্যাগ মহাবতার দিয়ে তিনি আরও লিখেছেন, এটি পরিচালনা করছেন অমর কৌশিক। ২০২৬ সালের বড়দিনে সিনেমাটি আসছে।

পরশুরাম, যিনি পরশুরাম অবতার নামেও পরিচিত। হিন্দুধর্মে ভগবান বিষ্ণুর ১০ অবতারের মধ্যে ষষ্ঠ অবতার মানা হয় তাঁকে। পুরাণ মতে, ভগবান বিষ্ণু মানব রূপে পৃথিবীতে এসেছিলেন অত্যাচারী সম্রাট কর্তাবীর্য অর্জুনের হাত থেকে মানুষের মুক্তির জন্য। এই ক্ষত্রিয় সম্রাট অহংকারী ছিলেন, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। পরশুরামের উদ্দেশ্য ছিল ধর্মের পুনঃপ্রতিষ্ঠ করা।

ছবি: ইনস্টাগ্রাম

ভিকি কৌশলকে শেষ দেখা গিয়েছিল তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। তাঁকে পরবর্তীতে লাভ অ্যান্ড ওয়ার–এ দেখা যাবে সেলিব্রিটি দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে।

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং