হোম > বিনোদন

ঢাকার মঞ্চে তিন দিনে ‘আদম সুরত’-এর চার প্রদর্শনী

ঢাকার মঞ্চে একঝাঁক তরুণ নাট্যকর্মীর সরব অংশগ্রহণে ‘তাড়ুয়া’ নিয়ে এল তাদের নতুন প্রযোজনা ‘আদম সুরত’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।

২০১৮ সালে ‘লেট আমি আউট’ দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে ‘তাড়ুয়া’। প্রথম নাটকেই সারা জাগানো দর্শক উপস্থিতি তাড়ুয়ার নাট্যযাত্রায় গতি সঞ্চার করে। ‘আলী যাকের নতুনের উৎসব’-এ ‘আদম সুরত’-এর প্রথম প্রদর্শনীর পর আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত আদম সুরত এর ৪টি প্রদর্শনী আয়োজন করছে তাড়ুয়া। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হল এ আগামীকাল ৩০ মার্চ ও ১ এপ্রিল সন্ধ্যা ৭: ৩০টায় এবং আগামী ৩১ মার্চ শুক্রবার বিকেল ৩: ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭: ৩০ মিনিটে মঞ্চায়িত হবে 'আদম সুরত'।

আদম সুরতে প্রতিফলিত হয়েছে আমাদের রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনে ঘটে চলা অমানবিক ঘটনাবলি যেগুলোর বিচার তো দূর হয়তো অনেক ঘটনা লোকচক্ষুর সামনেই আসে না। এভাবেই কেটে যাচ্ছে এই ভূখণ্ডে আমাদের জীবন। সামনে আসা কিংবা আড়ালে থাকা এই টুকরো টুকরো মুহূর্তগুলো নিয়ে তাড়ুয়ার নতুন প্রযোজনা আদম সুরত। নাটকটি দর্শক মহলে নতুন চিন্তার খোরাক জোগাবে-এটাই তাড়ুয়ার নাট্যযোদ্ধাদের স্বপ্ন।

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায়ের সদস্যদের নিয়ে ‘পাওমুম পার্বণ’

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

বিজয় দিবসের টিভি আয়োজন

মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

নাটক প্রযোজনায় শামীম হাসান

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার