হোম > বিনোদন

‘এত দিন বিয়ে টেকে নাকি’, অভিষেকের সামনে নিমরতের মন্তব্য

একসময়ের দাপুটে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, যাঁর সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্ব। ভালোবেসে ঘর বাঁধেন অভিষেক বচ্চনের সঙ্গে। তাঁদের দাম্পত্য জীবন দীর্ঘ। তবে প্রায় দুই মাস ধরে গুঞ্জন চলছে—ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছে অভিনেত্রী নিমরত কৌরের। নিমরতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। 
 
‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিয়ে নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় নিমরতকে। 

সেই সাক্ষাৎকারে বিয়ে ও দাম্পত্যের প্রসঙ্গ উঠলে সঞ্চালক জানান, তাঁর (অভিষেকের) দাম্পত্যের মেয়াদ দীর্ঘ। এ কথায় অবাক হন নিমরত। মশকরা করে বলে ফেলেন, ‘এত দিন কোনো বিয়ে টেকেই না।’ নিমরতের মন্তব্যে হেসে ওঠেন অভিষেক। প্রত্যুত্তরে বলেন, ‘ধন্যবাদ।’ 

৪২ বছরে পা দিলেও এখনো বিয়ে করেননি নিমরত। প্রায়ই সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় এই অভিনেত্রীকে। নিমরত এ-ও বলেন, তিনি কেন বিয়ে করতে চান না—এ নিয়ে কেউ কখনো প্রশ্ন করে না। ওই সময় নিমরত জানিয়েছিলেন, তাঁর বিয়ে করার ইচ্ছে নেই এমন নয়। সঠিক মানুষের সঙ্গে সঠিক সময় এলে তবেই বিয়ে করবেন। 

সাক্ষাৎকারে একসময় নিমরতের সামনেই ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসাও করেছিলেন অভিষেক। স্ত্রীর প্রশংসায় অভিষেক বলেছিলেন, জীবনের অতি কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে ঐশ্বরিয়া। ওর এই বিষয়টা আমি সত্যিই খুব পছন্দ করি। অভিষেক এ-ও বলেন, ‘অভিনেতারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। কখনো কখনো এমন পরিস্থিতি আসে, রাগে ফেটে পড়ে কিছু একটা বলে ফেলি। কিন্তু ওকে আমি এটা কখনো করতে দেখিনি। ঐশ্বরিয়াকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।’

আরও পড়ুন:

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

‘মিশন: ইম্পসিবল’সহ এসেছে যেসব সিনেমা-সিরিজ

বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেন কনা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান