হোম > শিক্ষা > ক্যাম্পাস

এনএসইউ ও ডয়েচে ভেলের উদ্যোগ

শেষ হলো ৯ম সিজেএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স

শেষ হলো ৯ম সিজেএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রাম ও ডয়েচে ভেলের উদ্যোগে আয়োজিত নবম সিজেএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স শেষ হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক ও গণমাধ্যম পেশাদার ব্যক্তিরা একত্রিত হন। এতে পরিবর্তিত মিডিয়ায় সাংবাদিকতা শিক্ষার রূপান্তরমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

নবম সিজেএন (কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম অ্যাডুকেটরস নেটওয়ার্ক) বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্সের এবারের প্রতিপাদ্য ছিল ‘ব্রেকিং বাউন্ডারিজ: জেনারেশন-জেড, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড নিউ জার্নালিজম এডুকেশন অ্যাপ্রোচেস’।

এনএসইউয়ের এমসিজে প্রোগ্রামের সহযোগী অধ্যাপক এবং নবম সিজেইএন নেটওয়ার্ক কনফারেন্সের আহ্বায়ক তৌফিক ই এলাহী বলেন, ‘নিউ মিডিয়া বা ট্র্যাডিশনাল মিডিয়া যাই বলি না কেন, আমাদের এই জায়গাগুলোতে অনেক কথা বলার আছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামীতে সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যত কেমন হবে এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে সেভাবে প্রস্তুত করা, এই সম্মেলনের মাধ্যমে তা অনেকটাই খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে।’

আজ বুধবার সমাপনী দিনের প্রথম সেশনে আধুনিক সাংবাদিকতা শিক্ষায় নৈতিক বিবেচ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। এনএসইউর মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের সহযোগী অধ্যাপক এস এম রিজওয়ান উল আলমের সঞ্চালনায় এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সাংবাদিকেরা অংশ নেন। আলোচনায় বক্তারা ডিজিটাল যুগে সাংবাদিকতার নৈতিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের মতে, বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা, জবাবদিহির অভাবে মানসম্পন্ন প্রতিবেদন তৈরি হচ্ছে না।

পরবর্তী সেশনে এনএসইউর মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম ইমশিয়াতের সঞ্চালনায় জেন-জিদের মিডিয়া ব্যবহার এবং অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।

তৃতীয় সেশনে এনএসইউয়ের এমসিজে প্রোগ্রামের শিক্ষক নুসরাত ইসলামের সঞ্চালনায় গণমাধ্যমের বক্তব্য ও চর্চা গঠনে জেন্ডারের ভূমিকা নিয়ে উঠে আসে। এ সময় প্যানেলিস্টরা মিডিয়া শিল্পে লিঙ্গ-ভিত্তিক চ্যালেঞ্জগুলো যেমন বেতন সমতা এবং লিঙ্গ-সংবেদনশীল প্রতিবেদনের তৈরির বিষয়গুলো তুলে ধরা হয়।

দিনের সর্বশেষ সেশনে সাংবাদিকতাকে এগিয়ে নিতে কী ধরনের নতুন পন্থা অবলম্বন করা যায় তা উঠে আসে সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং ডয়চে ভেলে একাডেমির আন্তর্জাতিক পরামর্শক জুড ডব্লিউ আর হেনেলো সঞ্চালিত অধিবেশনে সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যত, সংবাদ প্রকাশের নিত্য নতুন ধরন এবং সাংবাদিকতার অনুশীলনে আধুনিক প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রথম দিন বিভিন্ন সেশন সঞ্চালনা করেন প্রোগ্রামের সহযোগী অধ্যাপক হারিসুর রহমান, এমসিজের সহকারী অধ্যাপক সৌমিক পাল।

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি