হোম > শিক্ষা > ক্যাম্পাস

পাঠকবন্ধুর বর্ষপূর্তি উদ্‌যাপন

উজ্জ্বল আগামীর অঙ্গীকার

ইলিয়াস শান্ত, ঢাকা

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করল পাঠকবন্ধু। ছবি: আজকের পত্রিকা

ভালো কাজের চর্চা মানুষের মধ্যে তৈরি করে সুখানুভূতি। আর সেটিই জীবনের পাথেয়। এমন বার্তা নিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করল পাঠকবন্ধু। শুক্রবার (২ মে) বিকেল ৪টায় বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আনন্দ আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও পাঠকবন্ধুর প্রধান পৃষ্ঠপোষক কামরুল হাসান। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো, পাঠকের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে ভালো কাজের অনুশীলন করা। পাঠকবন্ধু সেই প্রয়াসে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করল পাঠকবন্ধু। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার উপসম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরীসহ ঢাকা মহানগরের পাঠকবন্ধুর সদস্যরা। সাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘নানা ধরনের ধারণা নিয়ে কাজ করা যায়—কিছু আছে ঐতিহ্যগত, কিছু নতুনভাবে যুক্ত করা যায়। পাঁচজন মিলে পাঁচটি ভাবনা দিন। আমারটি না-ও গৃহীত হতে পারে, তরুণ কারোরটা হতে পারে। তর্ক, বিতর্ক, দ্বিমত—এসব থাকবে। তবে মত না মানলেও রাগ করা যাবে না। অন্যকে গ্রহণ করার মানসিকতাই বড়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠকবন্ধুর প্রধান সংগঠক আব্দুর রাজ্জাক খান। তিনি বলেন, ‘পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি সৃজনশীলতা, দক্ষতা ও সামাজিক কার্যক্রম—এই চারটি লক্ষ্য সামনে রেখে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এক বছরে আমরা সব ক্ষেত্র নিয়েই কাজ করেছি। আগামী দিনগুলোতেও নতুন নতুন উদ্যোগ নিয়ে আমাদের এগিয়ে চলা অব্যাহত থাকবে।’

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রদর্শন করা হয় বছরব্যাপী পাঠকবন্ধুর বিভিন্ন শাখার কার্যক্রম নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। এতে সারা দেশের বন্ধুদের নানা ধরনের কর্মসূচির চিত্র স্থান পায়।

পাঠকবন্ধুর এই সফল পথচলার পেছনে রয়েছে একটি মূল লক্ষ্য—ভালো কাজের চর্চা এবং মানবিক সমাজ গঠন। আগামী দিনে এই সংগঠন আরও বৃহৎ ও সুসংগঠিত হবে—এমনটাই সবার প্রত্যাশা।

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা