হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্টেট ইউনিভার্সিটিতে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় চলচ্চিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টেট ইউনিভার্সিটিতে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় চলচ্চিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের তত্ত্বাবধানে স্টেট ইউনিভার্সিটিতে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচলে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে ‘মিট দ্য ডিরেক্টর: এ টক উইথ গিয়াসউদ্দিন সেলিম’ শিরোনামে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নওজিয়া ইয়াসমিন। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও চলচ্চিত্রশিল্পের প্রতি আগ্রহ সৃষ্টির জন্য এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বেশি এ ধরনের আয়োজন করার প্রতিশ্রুতি দেন।

গিয়াসউদ্দিন সেলিম কর্মশালার মূল আলোচক হিসেবে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক নিয়ে তার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় তৈরি করে। তিনি আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা দিন দিন বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকেই এই শিল্পের নেতৃত্ব নিতে হবে।

কর্মশালায় সেলিম চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া, স্ক্রিপ্ট রাইটিং, পরিচালনা এবং একজন সফল পরিচালক হতে হলে কী ধরনের দক্ষতা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া, তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ এবং কৌশল সম্পর্কে মূল্যবান পরামর্শ প্রদান করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন মো. সামসুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। কর্মশালার সঞ্চালনা করেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক এবং ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আহ্বায়ক আশরাফুন নাহার।

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা