হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স-প্রফেশনাল অনার্স এনআইএসটিতে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সময়োপযোগী বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান (বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি) ও ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ প্রফেশনাল) বিষয়ে শিক্ষা নেওয়ার পর শতভাগ কর্মসংস্থান হয়। এসব বিষয়ে গ্র্যাজুয়েশন করে বেকার থাকার উদাহরণ থাকতে পারে না। বরং অনেক উচ্চ বেতন ও সম্মান নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন। 

তা ছাড়া প্রতিটি ভালো ছাত্রের স্বপ্ন হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন। তবে স্বপ্ন পূরণের প্রধান অন্তরায় হচ্ছে আসন স্বল্পতা ও বিপুল খরচ, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সবার পক্ষে পড়াশোনা সম্ভব হয় না। একদিকে ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের প্রবল আকাঙ্ক্ষা অন্যদিকে আর্থিক অসচ্ছলতা এই বাস্তবতাকে উপলব্ধি করে শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে একটি সহজ সুযোগ সৃষ্টি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)। 

এনআইএসটির শিক্ষা পদ্ধতি: এই শিক্ষা ব্যবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে। যাবতীয় ক্লাস অনুষ্ঠিত হয় এনআইএসটিতে। 

সার্টিফিকেট: এই শিক্ষা ব্যবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন (অনার্স) সার্টিফিকেট দেওয়া হয়। 

মান নিয়ন্ত্রণ: লেখাপড়ার মান নিয়ন্ত্রণের জন্য রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, পরীক্ষার মান নিয়ন্ত্রণের জন্য রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

ভর্তির যোগ্যতা: যে কোনো গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান পাশ। 

চাকরি সুবিধা: পাশ করা গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের হার শতভাগ। তা ছাড়া এনআইএসটির শিক্ষার্থীরা ড্যাফোডিল ফ্যামিলির ৫৪টি প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ব্যাংক, সরকারি, বেসরকারি ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন। 

ক্যারিয়ার উন্নয়নের জন্য রয়েছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) ও কর্মসংস্থানে সহায়তার জন্য রয়েছে জবস ডট স্কিলস, গ্লোবাল রিক্রুটিং এজেন্সি লিমিটেড, অ্যাডমিশন ডট এসি, উদ্যোক্তা ফান্ডের জন্য রয়েছে ভেঞ্চার ক্যাপিটাল। 

ক্যাম্পাস সুবিধা: এনআইএসটিতে রয়েছে প্রায় ৫ হাজার বই সংবলিত আধুনিক লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ওয়াইফাই ক্যাম্পাস জোন ব্যবহারের সুবিধা। এ ছাড়া রয়েছে শতাধিক কম্পিউটার সংবলিত আধুনিক ল্যাব। 

স্কলারশিপ সুবিধা: মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০-১০০ পারসেন্ট পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশনের স্কলারশিপ সুবিধা। মুক্তিযোদ্ধার সন্তান ও মেয়েদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপের সুবিধা। 

এনআইএসটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ‘কনকর্ড রিজেন্সি, ১৯ / ১, পান্থপথ, কলাবাগান, ঢাকা’ ঠিকানায়।

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু

‎জবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২৪ ডিসেম্বর