হোম > শিক্ষা > ক্যাম্পাস

এনএসইউতে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে আলোচনা সভা

এনএসইউতে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে আলোচনা সভা। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গত বৃহস্পতিবার ‘ফিরে দেখা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪–আন্দোলন ও অনুপ্রেরণা’ শীর্ষক এক আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এই কর্মসূচি করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান। এরপর সুধীজনদের মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, এনএসইউয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, এনএসইউয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক নোভা আহমেদ, এনএসইউয়ের শিক্ষার্থী ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সদস্য মুনিম মুবাশ্বার, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদীন।

সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান আমাদের সব সময় মনে রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

দোয়া মোনাজাত ও সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ