হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ‘ইকো-ফেস্ট’ অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ‘ইকো-ফেস্ট’ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ ‘জার্নি টুগেদার, থ্রাইভ ফরএভার’ থিম নিয়ে ইকো-ফেস্ট ২০২৪-২৫ আয়োজন করেছে। গত ২ জানুয়ারি এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম উদ্বোধনী বক্তব্য দেন। এতে শিক্ষার্থীদের উদ্যোগ ও প্রকল্প নিয়ে সজ্জিত স্টলগুলো পরিদর্শন এবং বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

একাডেমিক অধিবেশন শুরু হয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান কাজী তানভীর মাহমুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন ‘বাংলাদেশের অর্থনীতিতে জুলাই বিপ্লবের প্রভাব’ বিষয়ে আলোচনা করেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোফাজ্জল হোসেন যৌথ প্রচেষ্টা ও স্থিতিশীলতার মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের গুরুত্ব তুলে ধরেন। সাউথইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাকিম ‘উন্নয়নের অর্থ’ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন। এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শেষ হয়।

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ