হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ‘ইকো-ফেস্ট’ অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ‘ইকো-ফেস্ট’ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ ‘জার্নি টুগেদার, থ্রাইভ ফরএভার’ থিম নিয়ে ইকো-ফেস্ট ২০২৪-২৫ আয়োজন করেছে। গত ২ জানুয়ারি এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম উদ্বোধনী বক্তব্য দেন। এতে শিক্ষার্থীদের উদ্যোগ ও প্রকল্প নিয়ে সজ্জিত স্টলগুলো পরিদর্শন এবং বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

একাডেমিক অধিবেশন শুরু হয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান কাজী তানভীর মাহমুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন ‘বাংলাদেশের অর্থনীতিতে জুলাই বিপ্লবের প্রভাব’ বিষয়ে আলোচনা করেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোফাজ্জল হোসেন যৌথ প্রচেষ্টা ও স্থিতিশীলতার মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের গুরুত্ব তুলে ধরেন। সাউথইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাকিম ‘উন্নয়নের অর্থ’ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন। এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শেষ হয়।

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের