হোম > শিক্ষা > ক্যাম্পাস

কলেজের বন্ধ হল চালু চাই

নাজমুল হাসান আনান

সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গের স্বনামধন্য এক শিক্ষাপ্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সারা দেশের কলেজগুলোর মধ্যে দেশের তৃতীয় সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এই বিপুল শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র ৫টি। এর মধ্যে ২টি মেয়েদের আর ৩টি হল ছেলেদের। কিন্তু বাস্তবতা হলো, ছেলেদের হলগুলো ১৪ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এদিকে মেয়েদের জন্য নতুন একটি ৫ তলা ভবন তৈরি হলেও অজানা কারণে সেটি কয়েক বছর ধরে বন্ধ রয়েছে।

২০০৯ সালের ২০ ডিসেম্বর হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি মোকাবিলায় বন্ধ ঘোষণা করা হয় ছেলেদের শেরেবাংলা, আকতার আলী মুন ও তিতুমীর হল। সেই যে বন্ধ হয়েছে, এরপর আর খোলা হয়নি হল তিনটি।

বহুদিন বন্ধ থাকায় শেরেবাংলা হলের ভবন ধসে পড়লে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। অন্য দুটি হলের জানালা-দরজা থেকে শুরু করে সব সামগ্রী চুরি হয়ে গেছে। সম্প্রতি হল সংস্কার করা হলেও সেগুলো চালু করা হচ্ছে না কোনো এক অজ্ঞাত কারণে। এদিকে সীমানাপ্রাচীর না থাকায় অবাধে বহিরাগতরা ঢুকছে হলগুলোতে।

সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী হিসেবে জরুরিভাবে হলগুলো চালু করার জোর দাবি জানাই। 

লেখক: সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী

নিকাব বিতর্কে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএপির দুই শিক্ষক চাকরিচ্যুত, ক্লাস বন্ধ

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি