হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিশুদের সঙ্গে সিআরসি

মারুফ হোসেন

কাম ফর রোড চাইল্ড বা সিআরসির ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথচলা শুরু হয় ২০১৭ সালের ১৬ জুন। যাত্রার পর থেকে পথশিশুদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সংগঠনটি।

সিআরসি স্কুল নামে একটি স্কুলও রয়েছে সংগঠনটির। এটির কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ২২ জানুয়ারি। স্কুলটিতে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের পড়ানো হয়। পাঁচ শিশু নিয়ে শুরু হওয়া স্কুলটিতে এখন ৩৬ শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করে। সিআরসি ইবি শাখার সভাপতি মো. শাহীদ কাওসার বলেন, ‘আমাদের এখানে বিভিন্ন বিষয় পড়ানো হয়। এগুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। মাঝেমধ্যে গান, কবিতা, আর্টও শেখানো হয়।’

সিআরসি স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুরা লেখাপড়া করে। ২২ জন শিক্ষক একটি রুটিনমাফিক ক্লাস নিয়ে থাকেন। শিক্ষক মূলত সংগঠনের সদস্যরাই। বার্ষিক উৎসবে সেরা শিক্ষককে দেওয়া হয় পুরস্কার। সিআরসির সাবেক সভাপতি রনি সাহা বলেন, ‘আমরা পড়ানোর পাশাপাশি নানা শিক্ষা উপকরণ দিয়ে থাকি, যাতে শিশুরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে।’ তিনি জানান, দূর থেকে স্কুলে পড়তে আসা শিশুদের কখনো কখনো শিক্ষকেরা সঙ্গে করে নিয়ে আসেন। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসবে শিশুদের খাদ্যসামগ্রী 
দিয়ে থাকে সিআরসি।

সিআরসি শিশুদের নিয়ে কাজ করায় খুব অল্প সময়ে তারুণ্যের নজর কাড়তে সমর্থ হয়। দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. মশিউর রহমান বলেন, ‘সংগঠনটি পথশিশুদের নিয়ে কাজ করে এবং তাদের স্কুল কার্যক্রমটি ব্যতিক্রমী উদ্যোগ। আমি

আশা করি, সিআরসির এ উদ্যোগ পথশিশুদের এগিয়ে নিয়ে যাবে এবং একটি সুন্দর জীবনযাপনে সহায়ক হবে।’

বর্তমানে প্রায় ২৫৫ জন তালিকাভুক্ত সদস্য রয়েছে সংগঠনটির। যাঁরা সংগঠনের সঙ্গে সক্রিয় থেকে নানান স্বেচ্ছাসেবী কাজে নিজেদের জড়িয়ে রেখেছেন। সদস্যদের দক্ষতা উন্নয়নে রয়েছে লিডারশিপ ট্রেনিং। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অর্থও সংগ্রহ করে দেয় সংগঠনটি।

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন