হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে স্প্রিং-২০২১ ব্যাচের শিক্ষার্থীদের জন্য অনাড়ম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে ছিল ছাত্রদের ব্যান্ডের পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’-এর বিশেষ কনসার্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সহিদ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা। অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর ছিলেন নাজলা ফাতমি, পরিচালক, অ্যাডমিশন এবং মনিরুল ইসলাম, উপপরিচালক, ওএসএ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিদায়ী শিক্ষার্থীদের বক্তৃতার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাত্রদের ব্যান্ড মঞ্চে উঠে দর্শকদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘হাইওয়ে’ ব্যান্ডের প্রত্যাশিত পরিবেশনা, যাদের সংগীত পরিবেশনায় পুরো দর্শককুল একেবারে উদ্বেলিত হয়ে ওঠে, যা অনুষ্ঠানটির স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

উপাচার্য প্রফেসর সহিদ আখতার হোসেন বক্তব্যে বিদায়ী ছাত্রদের সফলতা কামনা করে এক আবেগপূর্ণ ভাষণ দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। তিনি তাদের বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত অবদানের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের পরিবেশ ছিল আনন্দঘন ও স্মৃতিকাতরতার মিশ্রণ। যেখানে ছাত্র, শিক্ষক এবং অতিথিরা একসঙ্গে বিদায়ী ছাত্রদের একাডেমিক যাত্রার সমাপ্তি উদ্যাপন করেন। পরিবেশনা এবং বক্তৃতাগুলি ছাত্রদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন