শুধু পর্যটনের জন্য পৃথিবীর অন্যতম গন্তব্যই নয়; থাইল্যান্ড বৃত্তি নিয়ে পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য বেশ উপযুক্ত দেশ। বিভিন্ন বিষয়ে পড়ার জন্য থাইল্যান্ড সরকার এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে থাকে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ সুযোগ নিতে পারেন। মূলত স্নাতক ও স্নাতকোত্তর পর্বের জন্য বৃত্তি দেওয়া হয়।
উন্নত বিশ্বের মতো থাইল্যান্ডেও বৃত্তি নিয়ে পড়াশোনা করা যায়। নিজেদের দেশ এবং এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য থাইল্যান্ড সরকারের দেওয়া বৃত্তির ব্যবস্থাপনার দায়িত্বে থাকে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বা এআইটি। পিএইচডি এবং স্নাতকোত্তর পর্যায়ে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তির মাধ্যমে এশিয়ার অন্যান্য দেশের বিভিন্ন পটভূমির শিক্ষার্থীরা এআইটির আন্তর্জাতিক পরিবেশে গবেষণা করার সুযোগ পান।
যা কিছু লাগবে
সুবিধা