হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিইউএফটিতে জার্মান শিক্ষার্থীদের ইন্টার্ন সমাপনী সভা অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) জার্মানের নিডেরহেইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের (এইচএসএনআর) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কোর্সের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার এই অনুষ্ঠান হয়। 

বিইউএফটির উপাচার্য অধ্যাপক এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য মশিউল আজম সজল এবং মুহাম্মদ নাসির। বিইউএফটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এতে স্বাগত বক্তব্য দেন। 

নিডেরহেইন ইউনিভার্সিটির সাতজন শিক্ষার্থী বাংলাদেশে ইন্টার্নশিপের জন্য বিজিএমইএ ইউনিভার্সিটি মনোনীত টিম গ্রুপে এক মাস ইন্টার্ন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইন্টার্নশিপের অভিজ্ঞতা তুলে ধরাসহ বাংলাদেশের কারখানা পরিদর্শন এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিজিএমইএ ইউনিভার্সিটি এবং নিডেরহেইন ইউনিভার্সিটির মধ্যে ২০০০ সাল থেকে শিক্ষা চুক্তি চলমান, যা ৪ অক্টোবর ২০২৩ সালে তৃতীয়বারের মতো স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় গবেষণা, ছাত্র-শিক্ষক বিনিময় প্রোগ্রাম এবং সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালিত হবে।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা