হোম > শিক্ষা > ক্যাম্পাস

দশক পেরিয়ে থিয়েটার মুরারিচাঁদ

লবীব আহমদ, সিলেট

আসাম রাজ্যের প্রথম কলেজ হিসেবে সিলেটে মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৯২ সালে। এর বয়স এখন প্রায় ১৩২ বছর। শিক্ষা তো বটেই, আসাম ও সিলেট অঞ্চলে সংস্কৃতি, ক্রীড়া ও রাজনীতির প্রসারেও শিক্ষাপ্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করেছে। সে ধারাতেই ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সেখানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নাট্য সংগঠন ‘থিয়েটার মুরারিচাঁদ’। সংগঠনটি কাজের স্বীকৃতি হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছে ২০১৭ সালে।

প্রতিষ্ঠার ইতিহাস
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৬৪ জেলায় ৬৪টি নাটক নির্মাণ প্রকল্পে মুরারিচাঁদ কলেজ অংশ নেয়। সেখানে কলেজের শিক্ষার্থীরা মাহবুব লীলেনের লেখা ও আমিরুল ইসলাম বাবুর নির্দেশনায় ‘মুক্তিকথন’ নাটকটি মঞ্চায়ন করেন। এই নাটকের সফল মঞ্চায়নের পর এর সঙ্গে সংশ্লিষ্টরা এখানে একটি স্থায়ী নাট্য সংগঠন তৈরির কাজ শুরু করেন। মুরারিচাঁদ কলেজের তখনকার অধ্যক্ষ অধ্যাপক ধীরেশ চন্দ্র সরকারের পৃষ্ঠপোষকতায় থিয়েটার মুরারিচাঁদ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির এক দশক পূর্তি উপলক্ষে সম্প্রতি ১০ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। 

থিয়েটার মুরারিচাঁদ এ পর্যন্ত কলেজ এবং এর বাইরে ৪টি মঞ্চনাটক, ৯টি পথনাটক, ১টি পালা ও নৃত্যনাট্য, আবৃত্তি অনুষ্ঠানসহ মোট ৩৭টি সফল প্রযোজনা করেছে। ২০১৪ সালের ৮ মে বাকার বকুলের ‘দুর্ঘটনা’ নামক মঞ্চনাটক সংগঠনটির প্রথম প্রযোজনা। এরপর ২০১৬ সালের ২৬ অক্টোবর রুবাইয়াৎ আহমেদ রচিত ‘রংমহল’, ২০১৯ সালে বদরুজ্জামান আলমগীরের রচিত ‘পানিবালা’ এবং ২০২২ সালে উজ্জ্বল সিংহের ‘পুতুল মানুষ’ নাটক মঞ্চায়ন করে সংগঠনটি।

থিয়েটার মুরারিচাঁদের বর্তমান সভাপতি রিংকু মালাকার বলেন, থিয়েটার মুরারিচাঁদ এক দশক পেরিয়েছে। সিলেটের নাট্যাঙ্গনকে এগিয়ে নিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্যাম্পাসে নাট্যপ্রেমী শিক্ষার্থীদের নাট্যচর্চার প্ল্যাটফর্ম তৈরি করে দিতে কলেজ প্রশাসনের সহযোগিতায় থিয়েটার মুরারিচাঁদ এগিয়ে চলছে। লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্য শিক্ষা কার্যক্রমে সংগঠনটি একধাপ এগিয়ে।
সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মাত জেবিন আক্তার জানান, সমাজের অসংগতি নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। সংগঠনের সদস্যরা লেখাপড়া ও সাংগঠনিক কাজ—দুটোই সমানতালে করে চলেছে।

মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, দেশের যেকোনো সংকটে সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। থিয়েটার মুরারিচাঁদ প্রতিনিয়ত সমাজের অন্যায়-অবিচার, অপকর্ম ও অসংগতিগুলো তাদের নাটকের মাধ্যমে তুলে ধরছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস