হোম > শিক্ষা > ক্যাম্পাস

এইউবির সামনের রাস্তা পাকা চাই

নুসরাত জাহান ফিমা

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। বিশ্ববিদ্যালয়ের পাশ ঘেঁষে টংগাবাড়ি বঙ্গবন্ধু সড়ক। এ সড়ক দিয়ে এশিয়ান ইউনিভার্সিটির কয়েক হাজার শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তার পাশেই আছে দুটি কারখানা এবং অর্ধশতাধিক দোকান, একটি বৌদ্ধমন্দিরসহ অসংখ্য বাড়িঘর।

শিক্ষার্থী ছাড়াও এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ এটি। অথচ বিশ্ববিদ্যালয়ের সামনের প্রায় ১ কিলোমিটার রাস্তা বেহাল। বর্ষাকালে হাঁটুপানি জমে রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলই বিপজ্জনক হয়ে দাঁড়ায়।

রাস্তা পাকা করার কাজ শুরু হওয়ার ৩ বছরের মাথাতেও শেষ হয়নি। বারবার লম্বা বিরতি দিয়ে কাজ চলছে। অসম্পূর্ণ রাস্তায় ফেলে রাখা হয়েছে ইট, বালু, খোয়াসহ নানা ধরনের যন্ত্রপাতি। এতে রাস্তাটি চলাচলের আরও বেশি অনুপযোগি হয়ে পড়েছে, ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার মানুষেরা। রাস্তাটি দ্রুত পাকা হলে এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ এলাকাবাসীর চলাচলের কষ্ট লাঘব হবে। সবার কথা বিবেচনা করে রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

নুসরাত জাহান ফিমা, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আশুলিয়া, সাভার

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন