হোম > শিক্ষা > ক্যাম্পাস

আইএসইউ টেক্সটাইল ক্লাবের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, সাসটেইনেবিলিটি ও ফ্যাশন সাপ্লাই চেইনে ডিজিটালাইজেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইএসইউ টেক্সটাইল ক্লাবের আয়োজনে গত বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর আব্দুল আউয়াল খান।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মার্কস অ্যান্ড স্পেনসারের এরিয়া বিজনেস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন এবং আলিগঞ্জ ডট কম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার কাউসার আলম শিকদার।

উপাচার্য বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরি হলে দেশের কর্মক্ষেত্রে বিদেশিদের ওপর নির্ভরশীলতা কমবে। আন্তর্জাতিকমানের টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরিতে আইএসইউ বদ্ধপরিকর।

আইএসইউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মনজুর মোর্শেদ মাহমুদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী। এ ছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু

‎জবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২৪ ডিসেম্বর