হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঝিনাইদহ ক্যাডেট কলেজ

বিশ্বসেরা ছয় শিক্ষার্থী

মো. আশিকুর রহমান

‘লিভিং ইন আ হেলদি স্পেস’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছয় শিক্ষার্থী এক অনন্য সাফল্য অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্পেস সোসাইটি (এনএসএস) আয়োজিত ২০২৪ সালের ‘লিভিং ইন আ হেলদি স্পেস’ প্রতিযোগিতায় বাংলাদেশ দল অর্জন করেন প্রথম স্থান। নবম গ্রেড (বড় দল) বিভাগে তাঁদের প্রকল্প বিশ্বসেরা নির্বাচিত হয়েছে।

এই কৃতিত্বের পেছনে আছেন আরিয়ান হোসেন সাহির, ইফতেখার মাহমুদ আসিফ, রাফান মাশরুর হক, তাশরিফ হাসান, এস কে আহনাফ হক ও জিসান মাহমুদ। তাঁরা এক বছরের বেশি সময় ধরে নিবিড় পরিশ্রমে যুক্ত ছিলেন এই প্রকল্পে। সৃজনশীল ভাবনা, বৈজ্ঞানিক বিশ্লেষণ আর দলগত প্রচেষ্টায় গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী ধারণা। তাঁদের উদ্ভাবনের নাম ‘স্টেলার স্যাংচুয়ারিজ: অর্কেস্ট্রেটিং এফারভেসেন্ট হেলথ উইদ সেলেস্টিয়াল গার্ডেন’। এটি মহাকাশে টেকসই মানববসতির জন্য স্বাস্থ্যকর পরিবেশ গঠনের এক স্বপ্নদর্শী পরিকল্পনা। প্রকল্পটিতে উঠে এসেছে খাদ্যনিরাপত্তা, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার চমৎকার সমাধান।

এই সাফল্যের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কলেজের রোবোটিকস ল্যাব ‘অটোমেটোস ২৭’। সাবেক ক্যাডেটদের সংগঠন জেক্সকা এই ল্যাব স্থাপনে সহযোগিতা করেছে এবং শিক্ষার্থীদের পাশে থেকেছে শুরু থেকে। এই ল্যাব থেকে উদ্ভাবনের যাত্রা শুরু হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় ১১টি দেশের ১ হাজার ৬৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান। মোট প্রতিযোগী ছিলেন ৯ হাজার ২৮ জন শিক্ষার্থী। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৭টি বিভাগ ও ২১টি উপবিভাগে। প্রতিপাদ্য ছিল মহাকাশে স্বাস্থ্যকর ও টেকসই জীবন গঠনের উপায়।

বিজয়ী দলের এক সদস্য বলেন, ‘আমাদের প্রকল্প শুধু মহাকাশ নয়, বরং ভবিষ্যতের পৃথিবীর জন্যও একটি কার্যকর সমাধান হতে পারে।’

এই অর্জন শুধু ঝিনাইদহ ক্যাডেট কলেজ নয়, গোটা দেশের জন্য এক গর্বের বিষয়। তাদের এই সফলতা আগামীর বিজ্ঞানী, উদ্ভাবক ও স্বপ্নদ্রষ্টাদের জন্য সৃষ্টি করবে নতুন প্রেরণা।

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা