হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল সেমিস্টার ২০২৪-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার ও ফ্যাশন শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. আলমগীর হোসাইন, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মুইনুদ্দিন খান, প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক সিরাজুল করীম চৌধুরী, অ্যাপারেল স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রোবায়েত চৌধুরী, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান। 

স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান ও টেক্সটাইল অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল জলিল এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিইউএফটির ছাত্র কল্যাণ বিভাগের পরিচালক আনম রফিকুল আলম। এতে বক্তব্য দেন উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ মো. শরীফ উদ্দিন এবং নবাগত শিক্ষার্থী আহসান হাবিব। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিএফও, পরীক্ষা নিয়ন্ত্রক, বিআইএফটি পরিচালক, জনসংযোগ পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ভর্তি বিভাগের উপপরিচালক, প্রক্টর, লাইব্রেরিয়ান, ম্যানেজার আইটি, শিক্ষক, কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি